গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ডা্. কে এম বাবর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
আজ সোমবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ডা. বাবর তার নির্বচনী সবা-সমাবেশ পজেটেভলি কাভার করার জন্য অনুরোধ জানান।তিনি এ বিষয়ে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. এম এ খায়ের, বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, লেলিন সিকদার, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা সহ সহযোগি সংগঠনের নেতাকর্মি ও স্থানীয় সংবাদকর্মিগন এ সময় উপস্থিত ছিলেন।
