কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক তৌহিদুর রহমান তাজ গোপালগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন।
তিনি আজ রোববার দুপুরে শহরের বেদগ্রাম এলাকায় তার অফিসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষনা দেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশী এ তরুন নেতা আশা করেন দেশের সর্বত্র তরুনদের জয় জয়াকার।তিনি দীর্ঘদিন গোপালগঞ্জ-০২ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, মানুষের সাথে কথা বলেছেন। জনগনের আগ্রহ দেখে তিনি অনুপ্রানীত হয়েছেন।
তিনি আশা করেন দেশের যেকোন আন্দোলন সংগ্রামে তিনি সক্রীয়ভাবে নেতৃত্ব দিয়েছেন।দল সে বিষেয়ে তাকে তার কাজের মূল্যায়ন করবে এবং তাকেই গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় তিনি এই আসনের যুবকদের বেকারত্ব দুরিকরন, কলকারখানা স্থাপন, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন,বিশেষ করে কৃষিপ্রধান এলাকার আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলারও অঙ্গিকার করেন।
গোপালগঞ্জ-২ আসনে তৌহিদুর রহমান তাজ প্রার্থীতা ঘোষণা করায় এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দড়ালো-৭ এ। এরআগে, জেলা বিএনপির সাবেক সভাপতি এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর, সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, সরদার মো, নুরুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক শরীফ শরিফুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর।
