ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ও কৃষিবিদ ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থীরা।
আজ রবিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমির ভবনের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে কৃষি বিভাগের শিক্ষার্থীরা। এসময় ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ও তিন দফা দাবি মেনে নিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করা হয়।
পরে মানববন্ধন শেষে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা সেখানে অবস্থান নিয়ে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে। এসময় এ সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
পরে শিক্ষার্থীরা আধাঘন্টা পর অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে গেলে ওই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে কৃষিবিদরা যৌক্তিক দাবিগুলো জানিয়ে আসছেন। কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। এতে দেশের কৃষি বিভাগে উন্নয়ন হচ্ছে না। আমাদের দাবি মেনে নেয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।