গোপালগঞ্জ পৌর মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে ২ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার ২৩ নভেম্বর উক্ত প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।গতকাল মঙ্গলবার এই প্রশিক্ষন কর্মসূচীর শেষ হয়।
জেলা প্রশাসক তার আলোচনায় বলেন আপনারা এখানে যারা জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তারা সকলেই গ্রাম আদালতের বিচারক। তাই আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা সকলেই সাধারন জনগনকে ন্যায় বিচার দিবেন। একজন অসহায় লোক যাতে বিনা বিচার পেয়ে ফিরে যেতে না হয় সে বিষয়টি আপনার দৃষ্টি দিবেন। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের গ্রাম আদালত সম্পর্কে আরো বৃদ্ধি পাবে।
উক্ত প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী ডিডিএলজি বিশ্বজিত কুমার পাল তার আলোচনা বলেন, ২ দিনের এই প্রশিক্ষণে এখানে যারা এসেছেন তারা সকলেই গ্রাম আদালত পরিচালনায় মূল ভূমিকা পালন করে থাকেন। তাই গ্রাম আদালত পরিচালনা করতে আপনাদেরকে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য এই প্রশিক্ষণ। গ্রাম আদলতের বিচার কাজ কিভাবে আপনারা পরিচালনা করবেন, কোন কোন মামলা নেওয়া যাবে, কোন কোন মামলা নেওয়া যাবেনা এই সকল কিছু আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারবেন।গ্রাম আদালত আইন-২০০৬ ও সংশোধীত আইন ২০২৪ এবং বিধিমালা নিয়ে ধারনা পাবেন।
গ্রাম আদালতের আইন ও বিধি নিয়ে বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে বিভিন্ন সেশন পরিচালনা করেন ডিআরটি অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহীদুল ইসলাম, সামাজসেবা উপপরিচালক অসিত কুমার সাহা।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলায় ২৮ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
