গোপালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সাড়ে ৫টায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট গোলচত্ত্বর এলাকায় জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির সহ সরকারী কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তাদের স্মরনে এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।