27.6 C
Gopālganj
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

ঢাকা বিভাগীয় সিনিয়র রোভারমেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

প্রেসিডেন্সি রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সোহেল হাসান এ ওয়ার্কশপের উদ্বোধন করেন।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে ও রোভার স্কাউটস, গোপালগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আয়োজিত ওয়ার্কশপে ঢাকা বিভাগের ১৩টি জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে একশ’ জন সিনিয়র রোভার মেট অংশ নেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

immage 1000 02

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন  মোঃ আবুল খায়ের, এলটি ও পরিচালক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, গোপালগঞ্জ রোভার কমিশনার প্রফেসর মাসুদ আহমেদ, সম্পাদক জুবায়ের আল- মাহমুদ, কোষাধ্যক্ষ শুকলাল বিশ্বাস, জেলা রোভারের  যুগ্ম সম্পাদক রাজু সিকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তরুণদের সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করতে এবং নেতৃত্বগুণ বিকাশে এই ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »