34.3 C
Gopālganj
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে-জেলা প্রশাসক

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

দেশের নদী-নালা, খাল-বিল আর বাওড় গুলো এক সময় ছিল দেশীয় প্রজাতির মাছের স্বর্গরাজ্য। কিন্তু অবৈধ জাল, বিষ প্রয়োগ, শর্ট-লাইটসহ নানা অনৈতিক পদ্ধতিতে মাছ নিধনের কারণে এই ঐতিহ্যবাহী মাছ আজ বিলুপ্তির পথে। এই অবস্থায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিয়েছেন জিরো টলারেন্স নীতি।

জেলা প্রশাসকের স্পষ্ট ঘোষণা-“চায়না জাল, কারেন্ট জাল ও শর্ট-লাইট যেকোনো মূল্যে বন্ধ করা হবে। আমদানিকারক থেকে শুরু করে ব্যবহারকারী পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা, কারাদণ্ড, জাল ধ্বংসসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা দেশীয় মাছ নিধনে জড়িত, তারা যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

গোপালগঞ্জ জেলা প্রশাসন দেশীয় মাছ রক্ষায় কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়েছে ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য এবং গ্রাম-পুলিশদের সম্পৃক্ত করে চায়না জাল, কারেন্ট জাল ও শর্ট-লাইট উদ্ধারে অভিযান চালাতে।

ডিসি মুহম্মদ কামরুজ্জামান বলেন, “আমি গ্রাম-পুলিশদের নির্দেশ দিয়েছি যে তারা তাদের এলাকায় যদি মাছ নিধন বা অন্যায় কার্যকলাপ দেখে, সেখানেই প্রতিরোধ করবে এবং উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

ডিসির ভাষায়, দেশীয় প্রজাতির মাছ না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম শুধুমাত্র গুগলে ছবি দেখবে, আর গল্প শুনবে মুরব্বীদের মুখে। এতে আমিষের ঘাটতিও ভয়াবহ ভাবে বেড়ে যাবে, হারিয়ে যাবে  ঐতিহ্য ও স্বাদ। তিনি বলেন, “দেশীয় প্রজাতির মাছ আমাদের সংস্কৃতির অংশ। এদের রক্ষা না করলে আগামী প্রজন্মের জন্য বড় বিপদ নেমে আসবে। তাই শুধু প্রশাসন নয়, সবাইকে এগিয়ে আসতে হবে।”

গোপালগঞ্জের বিখ্যাত বর্নি বাওড় দীর্ঘদিন ধরে পরিচিত এর সুস্বাদু দেশীয় মাছের জন্য। কিন্তু খনন ও তদারকির অভাবে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। এ নিয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া পানি নিষ্কাশন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির অনুরোধ করেছেন যাতে বাওড়টি পুনঃখনন করা যায় এবং মাছের বংশবৃদ্ধি অব্যাহত থাকে।

জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, “শুধু প্রশাসনের পক্ষে দেশীয় মাছ রক্ষা করা সম্ভব নয়। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্থানীয় জনগণকে সচেতন হতে হবে।” তিনি আরও বলেন, “জলাশয়ের আয়তন কমে যাওয়া, কীটনাশক, ইলেকট্রিক শক, কলকারখানার বর্জ্য প্রভৃতির কারণে দেশীয় প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে। ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম-পুলিশের সমন্বয়ে অবৈধ জাল উদ্ধারে কাজ করতে হবে।”

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এম. রাকিবুল হাসান বলেন, “আমি উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম-পুলিশদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছি অবৈধ জাল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য। আশা করি তারা সক্রিয়ভাবে এই দায়িত্ব পালন করবে।”

সাতপাড় ইউপি চেয়ারম্যান কৌশিক কীর্ত্তনীয়া বলেন, “দেশের স্বার্থে, জীববৈচিত্র্য রক্ষায় এবং ইউনিয়নের স্বার্থে আমরা সক্রিয়ভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করব।”

গ্রাম-পুলিশ উত্তম বিশ্বাস জানান, “আমরা ইউএনও স্যারের নির্দেশ মতো চায়না জাল, কারেন্ট জাল ও শর্ট-লাইট উদ্ধারে কাজ করব এবং প্রশাসনকে সহায়তা করব।”

গোপালগঞ্জ জেলায় শুরু হওয়া এই উদ্যোগ দেশের অন্য জেলাতেও অনুসরণ করা জরুরি। প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, চাষী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই একসাথে এগিয়ে এলে আবারও ফিরিয়ে আনা সম্ভব দেশীয় প্রজাতির মাছের সেই স্বর্ণালী দিন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »