কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়ে গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীরা সব সময় জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, ও কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন নেতাকর্মীদের।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে সামনে রেখে প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও কর্মনীতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশের মানুষ একটি সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। সেই নেতৃত্ব গড়ে তুলতে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আবারও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, সমাজের প্রতিটি স্তরে মানুষের কাছে পৌঁছে যেতে হবে। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নির্ভীক নির্মোহ রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ধারণা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল ও সদস্য সচিব আরিফুর রহমান পাবেল, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
