18 C
Gopālganj
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬

বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে: সাবরিনা আহমেদ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এক নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কহলদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, লেখক ও গবেষক সাবরিনা বিনতে আহমেদ বলেন, বিএনপি সরকার গঠন করলে তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে দল সর্বোচ্চ গুরুত্ব দেবে।

তিনি আরও বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে মহিলাদলের নেতাকর্মীদের সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে ভোটের গুরুত্ব বোঝাতে হবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে নারীদের ভূমিকা হবে অগ্রণী ও গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলাদলের সভানেত্রী জহুরা বেগম।
বাটিকামারী ইউনিয়ন মহিলাদলের সভাপতি লুবনা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুপা লতা মন্ডলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল ফকির, বিএনপি নেতা শাহ সিরাজদৌলা বাবু ফকির, সমাজসেবী কাজী মিজানুর রহমান, রুশনি কুরাইশি, মিঠু মোল্যা, তাহমিনা শারমিন রিতা, রুবাইনা রাখি রোজি, উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম, শ্রমিকদল নেতা মেহেদী হাসান টিটো, উপজেলা যুবদলের সদস্য নাজমুল মিয়া, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »