25 C
Gopālganj
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

লাল শাপলার লালিমায় রঙিন গোপালগঞ্জের বিল

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

ভোরের আকাশে যখন হালকা লালচে আভা ছড়িয়ে পড়ে, তখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিস্তীর্ণ বিলগুলোতে শুরু হয় এক স্বপ্নিল আয়োজন।পানির বুক জুড়ে সারি সারি শাপলার কুঁড়ি তখনো ঘুমে আচ্ছন্ন। সূর্যের প্রথম রশ্মি যখন পানির গায়ে এসে পড়ে, ঠিক তখনই একে একে খুলতে শুরু করে লাল শাপলা। মুহূর্তেই যেন বিলজুড়ে ছড়িয়ে পড়ে লাল রঙের মেলা।

নৌকায় ভেসে ভোরের এই দৃশ্য দেখা মানেই অন্য এক জগতে হারিয়ে যাওয়া। চারপাশ নিস্তব্ধ, শুধু পাখির ডাক আর পানির মৃদু ঢেউয়ের শব্দ। সেই নীরবতার মাঝেই ধীরে ধীরে জেগে ওঠে লাখো লাল শাপলা। দূর থেকে মনে হয়, পুরো বিল লালিমায় ভেসে যাচ্ছে।

Gopalganj Lal Shapla Photo 07

স্থানীয়রা বলেন, শাপলার আসল সৌন্দর্য দেখতে হলে ভোরবেলায় আসতেই হবে। দুপুর নাগাদ অনেক শাপলা বন্ধ হয়ে যায়, হারিয়ে যায় সেই রঙিন সমারোহ। তাই মানুষ ভোরেই নৌকা নিয়ে বের হন, কেউ ফুল সংগ্রহ করতে, কেউ শুধু সৌন্দর্য উপভোগ করতে।

ঢাকা থেকে আসা আসলাম শেখ নামের এক পর্যটক জানালেন, “আমি ভোর চারটায় উঠে নৌকা নিয়ে বের হয়েছিলাম। সূর্যের আলো ফুটতেই যখন একসঙ্গে এত শাপলা ফুটতে শুরু করল, তখন মনে হলো যেন প্রকৃতি নতুন করে জন্ম নিচ্ছে আমার চোখের সামনে।”

Gopalganj Lal Shapla Photo 03

লাল শাপলার ভোর শুধু চোখের আরাম নয়, মনেরও প্রশান্তি আনে। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির এমন নিঃশব্দ অথচ মহিমান্বিত আয়োজন সত্যিই এক অনন্য অভিজ্ঞতা।

শাপলার ভোর মানে প্রকৃতির সৃজনশীলতার সবচেয়ে কোমল ছবি। যিনি একবার এই দৃশ্য দেখবেন, তিনি আর কোনোদিন ভুলতে পারবেন না।

Gopalganj Lal Shapla Photo 02

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আর কোটালীপাড়ার বিস্তীর্ণ বিলগুলো যেন এখন এক স্বপ্নরাজ্য। দূর থেকে তাকালেই মনে হয়, কে যেন পুরো বিলজুড়ে লাল গালিচা বিছিয়ে দিয়েছে। আসলে এগুলো লাল শাপলা-প্রকৃতির এক অনন্য উপহার। বর্ষায় পানি নামার পর প্রাকৃতিকভাবেই জন্ম নেয় এসব শাপলা। কয়েক সপ্তাহের ব্যবধানে চারপাশ হয়ে ওঠে লালে লাল, চোখজুড়ানো সৌন্দর্যে ভরে ওঠে মন।

স্থানীয়দের মতে, এ অঞ্চলের অন্ততঃ ২৫টির মতো বিল এখন লাল শাপলায় ভরা। সাধারণত এগুলো এক ফসলি জমি। কৃষকেরা বোরো মৌসুমে ধান তোলার পর বর্ষার পানি জমে যায় মাঠে। সেই পানিতেই প্রতিবছর শাপলা জন্মায়। আশ্চর্য হলেও সত্যি, এসব ফুল কারও বোনা নয়, প্রকৃতিই এদের জন্ম দেয়।

Gopalganj Lal Shapla Photo 01

শহরের কোলাহল থেকে একটু শান্তির খোঁজে ছুটে আসেন বহু মানুষ। লাল শাপলার বিলের কাছে পৌঁছালে যেন মুহূর্তেই বদলে যায় মনের আবহাওয়া। স্থানীয় যুবকরা নৌকায় ভ্রমণের ব্যবস্থা করে দেয়, ফলে দর্শনার্থীরা আরো কাছে থেকে উপভোগ করতে পারেন এ দৃশ্য। অনেকেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন, কেউ আবার নিশ্চুপ হয়ে শুধু তাকিয়ে থাকেন শাপলার দিকে।

ঢাকা, খুলনা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছেন পর্যটকরা। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। পর্যটকদের ভাষায়, “শহরের পার্ক বা কৃত্রিম সৌন্দর্য নয়, এখানে প্রকৃতির আসল রূপ আছে। না দেখলে বোঝা যায় না প্রকৃতি কত উদারভাবে তার রঙ ছড়িয়ে দিতে পারে।”

Gopalganj Lal Shapla Photo 08

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “লাল শাপলার বিলগুলোকে ঘিরে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা চলছে। দর্শনার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।”

তবে সৌন্দর্যের এ আয়োজন চিরকাল থাকে না। পানি কমতে শুরু করলে কৃষকেরা আবার নেমে পড়বেন ধান চাষে। তখন সোনালী ধানে ভরে উঠবে বিলগুলো। তাই এই লালিমা দেখতে হলে এখনই আসতে হবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আর কোটালীপাড়ার বিলে। যতদিন পানি থাকবে, ততদিন শাপলার লাল গালিচা বিছানো থাকবে। আর যতদিন থাকবে, ততদিনই মানুষ ছুটে আসবে এ সৌন্দর্যের টানে। সত্যিই, প্রকৃতির এমন উদারতা দেখা মেলে না প্রতিদিন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »