অনেকে তো আশ্বাস দিছেন মন্ত্রী হবেন,অনেক দাপটের সাথে কাজ করবেন, তারা অনেক শক্তিশালী।কিন্তু, আমি খুব বেশি কাজ করতে পারব কিনা জানিনা।তবে সংখ্যালঘু কথাটি কোটালীপাড়া-টুঙ্গিপাড়া থেকে আমি উঠিয়ে ফেলব।
বুধবার(২৯জানুয়ারী)সন্ধ্যায় কোটালীপাড়া সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট মাঠের জনসভায় গোপালগঞ্জ-৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বশার নির্বাচিত হলে এসব করবেন বলে প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আমরা একে অপরের ভাই, আমাদের একে অপরের সাথে আত্মীয়তা।কোনো অনুষ্ঠান হলে আমরা সেখানে একসাথে থাকি, একসাথে খাই, সব কাজই একসাথে করি। তবে কেন আমাদের বুকের ভিতরে সংখ্যালঘু হিন্দু-মুসলিম-খ্রীস্টান এই প্রশ্নগুলো আসবে।এসময় তিনি কোটালীপাড়ার সন্তান হিসেবে ট্রাক প্রতিকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহবান জানান।
কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় গণঅধিকার পরিষদের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া নেতৃবৃন্দ সহ কয়েকশ লোক যোগ দেন।
