নিজস্ব সংবাদদাতা, কাশিয়ানী ও মুকসুদপুর, (গোপালগঞ্জ)।
গোপালগঞ্জের কাশিয়ানীর ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য পদপ্রার্থী। মতুয়া ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান এ ওড়াকান্দি ঠাকুরবাড়িকে ঘিরে এই সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয়ভাবে তাৎপর্যপূর্ণ আলোচনা তৈরি হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর ওড়াকান্দি ঠাকুরবাড়িতে গিয়ে মতুয়া নেতাদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে। দুই প্রার্থীই মুক্তচিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন।
গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেন, “ওড়াকান্দি ঠাকুরবাড়ি শুধু ধর্মীয় তীর্থস্থানই নয়, বরং দেশে-বিদেশে বসবাসরত মতুয়া ধর্মাবলম্বীদের জন্য এটি এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। তাই রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক যেকোনো প্রেক্ষাপটে এখানে আগত অতিথিরা সবসময়ই বিশেষ গুরুত্বের দাবি রাখেন।”
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর বলেন,”মতুয়া সম্প্রদায়ের নেতা-কর্মীদের সাথে ভবিষ্যতেও সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলিত প্রচেষ্টাতেই একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।”
এসময় উপস্থিত ছিলেন অভিতাভ ঠাকুর, সুব্রত ঠাকুর, পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর, শিবু ঠাকুর, দীনেষ মন্ডল, কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো: সেলিম, সদস্য কমলেষ ঘোষ, ওড়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম বিটুল, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, যুবদল কেন্দ্রিয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রানা ঠাকুর, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জোবায়ের আহমেদ প্রমুখ ।
