34.1 C
Gopālganj
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

District Commissioner inaugurated the excavation work

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের মধুমতি বিলরুট ক্যানেলের(নদী) সাথে কংশুর খাল সংযোগ কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

আজ রোববার (০৪ ডিসেম্বর) সকালে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া জাতীয় মহাসড়কের কংশুর নামক স্থানে এ খনন কাজের উদ্বোধন করা হয়।

দীর্ঘ ৫৫ বছর পূর্বে পাকিস্তান আমলে এই খালের মুখ বন্ধ করে সড়ক নির্মাণ করা হয়েছিলো। এতে অন্ততঃ ২০ হাজার একর জমি শুষ্ক মওসুমে সেচের আওতার বাইরে চলে যায়। খালটি খুলে দেয়ার ফলে এ অঞ্চলের অন্ততঃ ২০ গ্রামের ৩০ হাজার কৃষক পরিবার উপকৃত হবে। এতে স্থায়ী জলবদ্ধতার হাত থেকে রক্ষা করতে এই খালের বন্ধ মুখ খুলে দেয়ার জন্য বেশ কয়েকবার এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন।পরে গোপালগঞ্জ সড়ক বিভাগ এই খালের বন্ধ মুখ খুলে দেয়ার জন্য উদ্যোগ গ্রহন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, স ও জ নির্বাহী প্রকৌশলী মো.জাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)নাজমুন্নাহার,সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মহসিন উদ্দিন, সড়কের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি)মো. মামুন খান,স্থানীয় করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নোয়াব আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোল্লা, ইউনিয়ন যুবলীগ সভাপতি খায়রুল মোল্লাসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

immage 1000 01 4

স্থানীয় বাসিন্দা এস.এম নজরুল ইসলাম বলেন, কংশুর খালে বন্ধমুখ খুলে দিয়ে নদীর সাথে সংযোগ করে দেয়ায় এ অঞ্চলের হাজার হাজার কৃষক উপকৃত হবে। শুষ্ক মওসুমে তারা জমিতে সেচ দিতে পারবে। কৃষি উৎপাদনে খরচ কমবে। এতে অর্থনৈতিকভাবে লাভবান হবে এ অঞ্চলের কৃষক।

করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নোয়াব আলী ফকির বলেন, নদীর সাথে কংশুর খালের সংযোগ স্থাপনের ফলে করপাড়া, দুর্গাপুর, উলপুরসহ আশপাশের অন্ততঃ ২০ গ্রামের কৃষকেরা উপকৃত হবে। তারা খালের পানি দিয়ে সেচ দেয়ার পাশাপাশি দৈনন্দিন কাজ সারতে পারবেন।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন, দীর্ঘদিন এই খালটির সাথে নদীর সংযোগ বন্ধ থাকায় এই অঞ্চলের হাজার হাজার মানুষ সমস্যার মধ্যে ছিলো। শুষ্ক মওসুমে তাদের গভীর নলকুপ বসিয়ে সেচ দিতে হতো। এতে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছিলো।স্থায়ী জলবদ্ধতা সৃষ্টি হচ্ছিলো। বন্ধ মুখ খুলে দেয়ায় হাজার হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, নদীর সাথে কংশুর খালের সংযোগ স্থাপনের দীর্ঘদিনের দাবী ছিল এলাকাবাসীর। কয়েকটি স্থানে স্থায়ী জলাবদ্ধতার কারনে যুগ যুগ ধরে চাষাবাদ করতে পারছিলেন না কৃষক। সড়ক বিভাগের মাধ্যমে এই খালের বন্ধ মুখ খুলে দেয়ায় কৃষকসহ অনেক মানুষ উপকৃত হবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »