25.5 C
Gopālganj
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

টুঙ্গিপাড়ায় ৮০ জনের মাঝে ঋণের চেক বিতরণ

Loan check distribution among 80 people in Tungipara

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় লিমিটেডের ৮০ জন সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার পাটগাতী পূর্বপাড়া কালী মন্দির প্রাঙ্গণে জনপ্রতি ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট রেজাউল হাসান, বিশেষ অতিথি বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটার) চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্নু নিবন্ধক রিয়াজুল কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন প্রমূখ বক্তব্য রাখেন।

শেখ নাদির হোসেন লিপু ঋণগ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, যারা প্রশিক্ষণ গ্রহণ ও শেষ করেছেন নিশ্চয়ই আপনারা শিক্ষা গ্রহণ করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা চেক গ্রহণ করার পরে টাকাটা যখন ক্যাশ হবে, তখন যে যে বিষয়ে শিক্ষা নিয়ে জ্ঞান অর্জন করেছেন সেই বিষয়ের উপরে এই টাকা ব্যবহার করবেন। ব্যক্তিগত কাজে এই টাকা খরচ করবেন না। 

তিনি আরও বলেন, আপনারা এমনই একটি উপজেলার মানুষ যেখানে জন্মগ্রহণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টাকাকে সঠিকভাবে ব্যবহার না করে অন্যখানে খরচ করেন, আর যদি প্রকল্পের বদনাম হয় তাহলে আপনাদের এই বদনামের সাথে প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে থাকবে।#

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »