গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
আজ রোববার (০৪ ডিসেম্বর) তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সদ্য বদলিকৃত জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, জেলা পরিষদ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, নাজমুন্নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।