- Advertisement -
গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্টানকে ৪হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান এই জরিমানা করেন।
তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ও সিও অফিস মোড়ে রাইচ মিল, মুদি দোকান ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।