গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপরে কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে কাশিয়ানী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

এসময় কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মি এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামীতে নির্বাচন অনষ্ঠিত হবে- সে নির্বাচনে বিএনপিকে জিততে হবে। তাই এখন আর ঘরে বসে থাকার সময় নয়। তিনি সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচাল করতে পতিত সরকারের দোষররা ষড়যন্ত্র করে যাচ্ছে। সে ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে সবাই কাজ করে যেতে হবে।
বিকেলে মুকসুদপুর উপজেলা সদরে অনুরুপ একটি কর্মসূচীতে তিনি যোগ দেন।

