গোপালগঞ্জ রোভার স্কাউটের চার সদস্য পায়ে হেটে ১৫০ কিলোমিটার অতিক্রম করা শুরু করেছে।
আজ রোববার সকালে তারা সদর উপজেলা পরিষদের সামনে থেকে এই পথ চলা শুরু করে।তারা জেলা সদর থেকে পায়ে হেটে জেলার কাশিয়ানী উপজেলা হয়ে নড়াইল, যশোর হয়ে খুলনা গিয়ে তাদের এই কর্মসূচী শেষ করবে।
পথিমধ্যে তারা যেসব বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও লোক সমাগমের এলাকা পাবে সেখানে বাল্য বিবাহের কুফল, মাদককে না বলি, দূর্নীতিকে রুখুন, ট্রাফিক আইন মেনে চলি এমন নানা জন সচেতনতামূলক বক্তব্য প্রচার করবে।

চার সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছে রোভার স্কাউটের সদস্য গোপালগঞ্জ সরকারী কলেজের ছাত্র আশরাফুল আলম।আগামী ১০ অক্টোবর খুলনার ফুলতলা বি.এম কলেজ চত্বরে গিয়ে তারা তাদের এই কার্যক্রম শেষ করবে।
