আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জের উলপুর গ্রামীন ব্যাংক শাখায় ও গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।এতে গ্রামীন ব্যাংক উলপুর শাখায় কোন ক্ষতি না হলেও গনপূর্ত অফিসের একটি গাড়িতে আগুন ধরে যায়।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মডেল স্কুল রোডে গনপূর্ত অফিস ও সদর উপজেলার উলপুরে গ্রামীন ব্যাংকের শাখায় বেশ কয়েকটি হাতে বানানো প্রেট্রোল বোমা মেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এছাড়া রাতের বেলা ঢাকা-খুলনা মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় গাছে কেটে রাস্তায় যান চলাচল ব্যহত করে।পরবর্তীতে ফায়ার সার্ভিস রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ শাহ আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গোপালগঞ্জ জেলা সদরের আইন শৃংখলা স্বাভাবিক রয়েছে।
গণপূর্ত অফিস কর্তৃপক্ষ জানায়, আজ ভোরে রাতে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় গণপূর্ত অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে গণপূর্ত অফিসের কর্মচারীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলে। এতে এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্কের।
সদর উপজেলার উলপুরে গ্রামীন ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, রাত ২টার পরে কে বা কারা গ্রামীন ব্যাক লক্ষ্য করে ৫/৬ টি হাতে বানানো পেট্রোল বোমা ছুড়ে মারে। একটিতে আগান ধরে গেলে তারা তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা জুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।রাস্তার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ন এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে।গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে।
