আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। সকাল থেকে প্রচারণা চালিয়েছেন বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন প্রার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডাঃ কে.এম বাবর।এসময় তিনি বিভিন্ন দোকানে ও সাধারন মানুষের মাঝে প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান।
এসময় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টু সহ দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।
অপরদিকে, গোপালগঞ্জ-০২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হুসাইন সিকদার বিভিন্ন এলাকায় গলসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এসময় তিনি দলীয় প্রতীক হাতপাখা প্রতীকে ভোট চান ভোটারদের কাছে।
