গোপালগঞ্জে প্রতারণার ও প্রাবাসীর ওপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছে ভুক্তভোগী তিন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরের জেলা শহরের ঘোষেরচর গ্রামের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী পরিবার। এসময় লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্য ময়না বেগম।
তিনি বলে বিভিন্ন সময় সৌদি আরবে নিয়ে যাওয়া, ভিসা পাইয়ে দেওয়া, সৌদিতে অবস্থানরতদের আকামা করে দেবার কথা বলে বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন অভিযুক্ত ইনামুল খাঁ।
শুধু ইনামুল খাঁ নয় বিভিন্ন সময় ব্যাংকের মাধ্যামে টাকা নিয়েছেন তার স্ত্রী শিল্পী বেগমও।তারা বিভিন্ন পরিবারের লোকজনকে ভুল বুঝিয়ে ১৫/১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়েছেন ভুক্তভোগী পরিবার গুলো। তারা যাতে সঠিক বিচার পায় তার দাবী জানিয়েছেন তারা।
