22.7 C
Gopālganj
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

গোপালগঞ্জে বড়দিন উদযাপনে ব্যাপক প্রস্তুতি   

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্ম দিন। এ দিনকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ শুভ বড়দিন বা ক্রিসমাস ডে হিসেবে উদযাপন করে আসছে । এদিনে বিশেষ প্রার্থণা, বাইবেল পাঠ, কেক কাটা, প্রীতিভোজ, খেলা-ধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে প্রতিটি গির্জায় । খেলা-ধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপহার সামগ্রী বিতরণ করা হবে।

গোপালগঞ্জে দিনটি উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।ইতিমধ্যে জেলার গির্জাগুলো নবরূপে সেজে উঠেছে । আলোক সজ্জার পাশাপাশি গির্জা এলাকার সৌন্দর্য বর্ধণ করা হয়েছে। দৃষ্টি নন্দন করে তোলা হয়েছে গির্জার আশপাশের এলাকা। টানানো হয়েছে বড়দিনের তারা। এছাড়া ক্রিসমাস ট্রি বর্ণিলভাবে সাজানো হয়েছে। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে টানানো হয়েছে ব্যানার।

জেলার ১৬৭টি গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হবে। এ জন্য গির্জাগুলোতে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা পুলিশ পুলিশ পৃথকভাবে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে।

উৎসব মুখর পরিবেশে এবছরের বড়দিন উদযাপিত হবে বলে গির্জার ফাদার ও পালকরা জানিয়েছেন। বড়দিনকে ঘিরে গোপালগঞ্জে কোন থ্রেট নেই বলেও তারা জানিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার ৫ উপজেলায় মোট ১৬৭টি গির্জা রয়েছে। এরমধ্যে কোটালীপাড়া উপজেলায় ১শ’, মুকসুদপুর উপজেলায় ৩৬, গোপালগঞ্জ সদর উপজেলায় ২১ ,কাশিয়ানী উপজেলায় ৫ ও টুঙ্গিপাড়া উপজেলায় ৫টি গির্জা রয়েছে।

immage 1000 01

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গীর্জার ফাদার ডেভিড ঘরামী বলেন, যীশুখ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বর আমাদের কাছে একটি আনন্দঘন শুভদিন। ২৪ ডিসেম্বর রাত ৯ টা থেকে আমাদের গীর্জায় বড় দিনের প্রার্থনা শুরু হবে। চলবে রাত ১টা পর্যন্ত। পরে প্রভু যীশুখ্রিস্টের জন্মদিনের কেক কাটা হবে। ২৫ ডিসেম্বর সকাল ৮ টায় আমাদের গীজায় প্রার্থনা শুরু হয়ে সকাল সাড়ে ৯টা পর্যন্ত চলবে।  এদিন দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এতে ১ হাজার ২০০ খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ অংশ নেবেন। বিকেলে সুধীজনের সাথে বড় দিনের  তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। বড়দিনের অনুষ্ঠানমালা সফল করতে গীর্জায় মহড়া সম্পন্ন হয়েছে। এতে প্রতিদিন বিপুল সংখ্যক খ্রিস্টান নারী-পুরুষ অংশ নিচ্ছেন । বড়দিনকে সামনে রেখে প্রতিটি গীর্জায় উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। প্রার্থণার জন্য সব গির্জার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

বড়দিনকে সামনে রেখে কোন থ্রেট নেই জানিয়ে এ ধর্ম যাজক বলেন, পুলিশের পাশাপাশি আমাদের গির্জার ভলেন্টিয়াররা নিরপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।আশা করছি উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে।

শহরের সেন্ট  মথুরানাথ এজি চার্চের পালক সম্যুয়েল এস বালা বলেন,সম্প্রীতির জেলা গোপালগঞ্জে এবছরও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ আমাদের সবধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। তাই জাকজমকভাবে উৎসব উদযাপনে আমরা সবধরণের প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছি ।

গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে  আমরা বড়দিন উদযাপন কমিটি ও কোর কমিটির সদস্যদের  সাথে  পৃথক বৈঠক করেছি। জেলার বড় বড় গির্জাতে পুলিশ ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। 

এছাড়া ছোট -ছোট গির্জা এলাকায় সাবক্ষণিক মোবাইল টিম টহল দেবে । পুলিশের পাশাপাশি আইন-শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিতে একসাথে কাজ করবে। সবার সহযোগিতায় নির্বিঘ্নে বড়দিন উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ- উজ-জ্জামান বলেছেন, বড়দিনকে উৎসবমুখর ও আনন্দঘন করতে সব ধরনের সহযোগিতা করা হবে । আমরা ইতিমধ্যে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করে এ আশ্বাস দিয়েছি। এছাড়া  নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর সাথে সভা করেছি।  জেলার প্রতিটি গির্জায় বড়দিন উদযাপনের জন্য ৫শ’ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সে হিসাবে এ জেলায় সরকারের পক্ষ থেকে মোট ৮৩ টন ৫শ’ কেজি চাল বরাদ্দ পাওয়া গেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »