35.8 C
Gopālganj
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

গোপালগঞ্জে বর্ণিল আয়োজনে এনটিভির বর্ষপূর্তি উদযাপন

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

মনির মোল্যা, বিশেষ প্রতিনিধি । ।

আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, গাছের চারা বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে এন টিভির জমজমাট বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ড. মুহাম্মদ সরোয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহম্মেদ ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান।

এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবির।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর হোসেন উদ্দিন শেখর ছোট ছোট সোনামণি এবং বিশেষ অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন। এরপর অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থী, দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে তুলে দেন ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা।

পরে পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রায় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »