মাদারীপুরের কাণলকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক(৮০)স্ত্রী, মেয়ে আর নাতিকে নিয়ে যাচ্ছিলেন কাশিয়ানীর মাঝিগাতি গ্রামে আরেক নাতির বিয়ে অনুষ্ঠানে। আশা ছিল আনন্দ ফুর্তিতে মেতে উঠবে নাতির বিয়ের অনুষ্ঠানে। কিন্তু সে আশা আর বাস্তবে সম্ভব হলো না। বিয়ে বাড়ি যাবার পথেই অঘোরে প্রান হারাতে হলে স্ত্রী, কন্যাকে সাথে নিয়ে।অন্যদিকে, ১৮ বছর বয়সের নাতি নুসরাত এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে।
গোপালগঞ্জের কাশিয়া্নীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোতালেব পাইক সহ তার পরিবারের ৩জন সহ ৪ জন নিহত হয়েছে।এছাড়া এঘটনায় আহত হয়েছে আরো ৩জন। এঘটনায় নিহত হয়েছেন-মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক(৮০)ও তার স্ত্রী দেলোয়ারা বেগম(৬৫),মেয়ে রুমা বেগম(৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ(৫০)।

আজ শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।
মারাত্মক আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন আরো ২ জন মারা যায়।এছাড়া আশংকাজনক অবস্থায় নুসরাত খাতুন(১৮)কে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, আজ শনিবার দুপুরে একই মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রীজের কাছে প্রাইভেট কার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানচালক খোকন শেখ(৬২) মারাত্মক আহত হন।তাকে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অন্যদিকে, আজ শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় টিটো গাজী(৫০)নিহত হয়েছেন।তিনি বাড়ি থেকে বাজারে যাবার সময় ওয়েলকাম পরিবহনের একটি বাস ধাক্কা দিলে মারাত্মক আহত হন।তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।