গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নিয়ে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ বুধবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-০১ আসন থেকে মোঃ আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-০৩ আসন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া, জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াত আমির এম এম রেজাউল করীম গোপালগঞ্জ-০৩ আসন থেকে এবং জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসাইন সরদার গোপালগঞ্জ-০২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।প্রার্থীদের পক্ষে দলীয় নেতা-কর্মিরা ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে তাদের আত্মীয় স্বজন মনোনয়ন পত্র কেনেন।

উল্লেখ্য, গোপালগঞ্জে তিনটি সংসদীয় আসন রয়েছে।এসব আসনে ইতোমধ্যে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গনঅধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষনা করেছে।
বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জের তিনটি আসনেই তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষনা করলেও এনসিপি ও গন অধিকার পরিষদ গোপালগঞ্জ-০১ ও গোপালগঞ্জ-০৩ আসনে তাদের প্রার্থীতা ঘোষনা করেছে।
আগামী সংসদ নির্বাচনে জেরার তিনটি সংসদীয় আসনে ৩৯৭ টি কেন্দ্রে ১০ লাখ ৯২ হাজার ৬১৮ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।
এদিকে, যারা নির্বাচনে অংশ নেবেন তারা ইতোমধ্যে তফসিল ঘোষনার আগের থেকেই নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করে দিয়েছেন।প্রার্থীরা তাদের নিজেদের পক্ষে সভা-সমাবেশ, উঠান বৈঠক ও ব্যক্তিগত প্রচার প্রচারনায় দিন রাত কাটিয়ে দিচ্ছেন।বিভিন্ন এলাকায় গনসংযোগে লিপ্ত প্রার্থীরা তাদেরকে ভোট দেয়ার আহবান জানিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
