ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী শুয়াইব ইব্রাহিমের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ দলীয় জোট এ মিছিলের আয়োজন করে।
আজ রবিবার(২৫ জানুয়ারী)বিকালে জেলা শহরের গেটপাড়া এলাকা থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌরপার্কের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে নির্বাচনী সমাবেশ অলুষ্ঠিত হয়।
সমাবেশে ১০ দলীয় জোটের বাংলাদেশের খেলাফত মজলিসের প্রার্থী শুয়াইব ইব্রাহিম, বাংলাদেশে জামায়াতে ইসলামীর সাবেক আমির আজমল হোসাইন সরদার বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় ১০ দলীয় জোটের প্রার্থীকে রিক্সা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
