ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ যেন মৃত্যুফাঁদে পরিনত হয়েছে।এই মহাসড়কে চলাচল করতে গেলে জীবন হাতে নিয়ে সৃষ্টিকর্তার নাম জপতে জপতে গন্তব্যে পৌছাতে হয়।বিগত ৬মাসে এই মহাসড়কের গোপালগঞ্জ অংশে অর্ধশতাধিক দূর্ঘটনার ঘটনা ঘটেছে।এতে নিহত হয়েছে অন্তত ৩২ জন, আর আহত হয়েছে দেড় শতাধিক।দূর্ঘটনা রোধে কোন ব্যবস্থাই কার্যকর করা যাচ্ছে না।
দ্রুত গতিতে গাড়ি চালানো,দক্ষ চালকের অভাব, নসিমন সহ থ্রি-হুইলার প্রভৃতি যানবাহন মহাসড়কে চলাচল করায় ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে নিত্যদিন ছোট-বড় দূর্ঘটনা ঘটে চলেছে।এই মহাসড়কে বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাক থাকার কারনেও দূর্ঘটনা ঘটছে।এক কথায় এই দুইটি মহাসড়কের গোপালগঞ্জ অংশ এখন হয়ে উঠেছে মৃত্যুফাঁদ।যেখানে সড়ক দূর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে।

কাশিয়ানীর রহমাত আলী, সলিল বিশ্বাস জানান, এই মহাসড়কে চলাচল করতে গেলে জীবন হাতে নিয়ে সৃষ্টিকর্তার নাম জপতে জপতে গন্তব্যে পৌছাতে হয়।দ্রুত গতিতে গাড়ি চালানো,দক্ষ চালকের অভাব, নসিমন সহ থ্রি-হুইলার প্রভৃতি যানবাহন চলাচল করায় দূর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে বলে জানান এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
নাম প্রকাশ না করার শর্তে গাড়ির ড্রাইভাররাও তাদের নানা সমস্যা আর সেই সাথে নিজেদের দোষ স্বীকারের পাশাপাশি প্রশাসনের উপর নানা অভিযোগও করেন।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ মাকসুদুর রহমান জানান, নিয়মিত টহল, মহাসড়কে চলাচলকারী দ্রুতগতির যানবাহনকে জরিমানা করা সহ চালকদের নিয়ে সভা করলেও সামাল দেয়া যাচ্ছেনা।যেকারনে একের পর এক দূর্ঘটনা ঘটছে।
এই মহাসড়ক দুটি ৪ লেন করার দাবী এই অঞ্চলের মানুষের।এই দাবী বাস্তবায়ন হলে এই মৃত্যুর কাফেলা হয়তো কমে আসবে বলে মনে করেন অভিজ্ঞমহল।