স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৯৩ জনে।
আজ বৃহস্পতিবার (৬ আগষ্ট) রাতে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১১জন, টুঙ্গিপাড়ায় ৫জন, কোটালীপাড়া ১৪জন, কাশিয়ানী ৯ জন ও মুকসুদপুর উপজেলায় ৯জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরো জানান, জেলা থেকে মোট ৭ হাজার ৮৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন।
বাকীদের মধ্যে ১হাজার ৩৪৭জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে ৪১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ১৫১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্ত ১ হাজার ৭৯৩ জনের মধ্যে সদর উপজেলায় ৬৩১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ২৭৩ জন, কোটালীপাড়া উপজেলায় ২৯৮, কাশিয়ানী উপজেলায় ২৯৯ জন,ও মুকসুদপুর উপজেলায় ২৯২ জন রয়েছেন।
গোপালগঞ্জে নতুন করে ৪৮ জন করোনা রোগী শনাক্ত

- Advertisement -
- Advertisement -