স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ মঙ্গলবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার, চীপ কনসালটেন্ট ডাঃ আমির হোসেন, পরিচালক মোঃ নুরুজ্জামান শরীফ, মোঃ জাকির হোসেন, গোপালগঞ্জ অফিসের সহকারী পরিচালক ইমরুল হাসন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এদিন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি, বরিশাল শাখার উদ্যোগে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানো হয় এবং পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা

- Advertisement -
- Advertisement -