মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জ শহরবাসীকে ডেঙ্গু, ম্যালেরিয়া জীবানুর হাত থেকে রক্ষা করতে শহর ও শহরতলী এলাকায় আজ মঙ্গলবার থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সদর উপজেলা পরিষদ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খানের নির্দেশনায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে শহরের হেলিপ্যাড ও এর আশপাশ এলাকার পুকুর, রাস্তা, কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। এই হেলিপ্যাড এলাকায় যারাই আসবেন তারা একটি মনোরম পরিবেশ পাবেন বলে আশা করেন এই কর্মকর্তা।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান বলেছেন, দেশে করোনা মহামারী চলছে। বর্তমানে করোনা থেকে রক্ষা পাওয়ার বড় উপায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং স্বাস্থ্য-সচেতন হওয়া। আর তাই শহরের পরিবেশ ভালো থাকলে শহরবাসী ভালো থাকবে। এ কারনেই আমি শহরের হেলিপ্যাড,কবরস্থান, ঈদগাহ, বাজার, জলাশয় পরিষ্কার করার উদ্দোগ নিচ্ছি। আমি সকল ইউ.পি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি তাদের নিজেদের ইউনিয়ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সকলেই তাদের নিজ নিজ এলাকা যদি পরিষ্কার রাখেন, তাহলে সব এলাকার মানুষ ভালো থাকবে।
ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

- Advertisement -
- Advertisement -