35.6 C
Gopālganj
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা: আহত ৩৫ জন ভর্তি ঢামেকে

নির্বাচিত সংবাদ

- Advertisement -

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পুলিশের দমন অভিযান

রাজধানীর সচিবালয়ের সামনে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি রূপ নেয় সহিংসতায়। শিক্ষাসচিব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সবাইকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সচিবালয়ের গেটে উত্তেজনা ধাওয়া-পাল্টাধাওয়া

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর প্রধান ফটকের সামনে জড়ো হন। তাঁরা ‘আমার ভাই মরল কেন?’, ‘প্রশাসন জবাব দাও’, ‘ভুয়া শিক্ষা বাতিল করো’, ‘সচিবের পদত্যাগ চাই’—এমন সব স্লোগানে মুখরিত করেন এলাকা। এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং পার্কিংয়ে থাকা সরকারি কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এই ঘটনার পরপরই পুলিশ ও সেনা সদস্যরা হস্তক্ষেপ করেন এবং শিক্ষার্থীদের বাইরে বের করে দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া সহিংসতা

গাড়ি ভাঙচুরের জেরে নিরাপত্তা বাহিনী শিক্ষার্থীদের ওপর ব্যাপক লাঠিপেটা শুরু করে। পাশাপাশি ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড। বিকেল ৪টা ১০ মিনিটে এই সংঘর্ষ চরমে পৌঁছে। বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী একের পর এক দমনমূলক পদক্ষেপ নেয়।

Images 10000 02

একজন শিক্ষার্থী জানান, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছিলাম। কিন্তু আমাদের ওপর এমন হঠাৎ আক্রমণ হবে, তা কল্পনাও করিনি। আমার অনেক বন্ধু আহত হয়েছে, অনেককে খুঁজে পাচ্ছি না।”

ঢাকা মেডিকেল কলেজে আহতদের চিকিৎস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আহত ৩৫ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের অনেকেই মাথা, মুখমণ্ডল, বুক ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। কিছু শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলেও হাসপাতাল সূত্র জানিয়েছে।

ঢামেকের এক চিকিৎসক বলেন, “আহতদের বেশিরভাগই আঘাত পেয়েছেন রাবার বুলেট ও লাঠির আঘাতে। কয়েকজনের শ্বাসকষ্ট হয়েছে কাঁদানে গ্যাসের কারণে।”

শিক্ষার্থীদের দাবি কী ছিল?

সাম্প্রতিক সময়ের উচ্চশিক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম এবং ‘ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি’, অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করে এবং শিক্ষাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান জানায়।

একজন আন্দোলনকারী বলেন, “শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলেখেলা চলেছে অনেকদিন। আমরা আজ সত্যিকারের জবাব চাই। শুধু প্রতিশ্রুতি নয়, চাই পদত্যাগ ও ব্যবস্থা।”

পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত

বিকেল সোয়া পাঁচটার সময় পর্যন্ত সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা চলছিল। গোটা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সাধারণ মানুষ আতঙ্কে আশপাশের এলাকা ছেড়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলন ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং “উস্কানিদাতাদের চিহ্নিত করা হচ্ছে।”

রাজনৈতিক প্রতিক্রিয়া জনমত

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ দাবিকে দমন করাকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করছেন। শিক্ষানীতি নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করে অনেক নাগরিক একাত্মতা প্রকাশ করেছেন আন্দোলনের সঙ্গে।

সাবেক এক শিক্ষাবিদ বলেন, “যেখানে শিক্ষা নিয়ে প্রশ্ন, সেখানে লাঠিপেটা নয়, প্রয়োজন ছিল আলোচনার।”

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »