21.4 C
Gopālganj
শনিবার, নভেম্বর ১, ২০২৫

জাবিতে ধর্ষণের প্রতিবাদ; যশোর মহিলাদলের মানববন্ধন পুলিশের বাঁধায় পন্ড

এসময় পুলিশের সদস্যরাও সেখানে অবস্থান নেয়। নেতাকর্মীরা যখন মানববন্ধনের ব্যানার নিয়ে দাঁড়াতে শুরু করে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের কাছে থাকা ব্যানার টানাহেঁচড়া করে নিয়ে নেয়। এসময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির সময়ে পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালকে লাঠিচার্জ করে। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করে।

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে যশোরে মহিলা দলের মানববন্ধন পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। বুধবার যশোর আইনজীবী সমিতির ভবনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শী ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ৩ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনায় যশোরে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে জেলা মহিলা দল। এ উপলক্ষে জেলা, নগর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সদস্যরা বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কস্থ আইনজীবী সমিতির সামনে জড়ো হন।

এসময় পুলিশের সদস্যরাও সেখানে অবস্থান নেয়। নেতাকর্মীরা যখন মানববন্ধনের ব্যানার নিয়ে দাঁড়াতে শুরু করে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের কাছে থাকা ব্যানার টানাহেঁচড়া করে নিয়ে নেয়। এসময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির সময়ে পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালকে লাঠিচার্জ করে। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করে।

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামসুর নাহার পান্না বলেন, আজকের এই স্বাধীন বাংলাদেশে নারীদের নিরাপত্তা নেই। এই সরকার ক্ষমতায় এসে শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে নারীরা নিরাপত্তায় নেই। তার উদাহরণ হলো জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে এক নারী ধর্ষণ হওয়া। এর প্রতিবাদে আমরা মানববন্ধন করতে এসেছিলাম। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিও পুলিশ করতে দিচ্ছে না। বিএনপিকে দমনের জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা করা হচ্ছে।

তিনি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া নারীদের উপর লাথি মারা, ওড়না টেনে ধরাসহ শ্লীলতাহানি করার ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) পলাশ কুমারকে অপসারণের দাবি জানান।

এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মহিলা দলের অভিযোগ সত্য নয়। তারা কোন অনুমতি না নিয়ে মানববন্ধনের আয়োজন করে সড়কে যানজটের সৃষ্টি করছিলো। সেই কারণে তাদের দ্রুত জায়গা ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »