29.2 C
Gopālganj
রবিবার, নভেম্বর ২, ২০২৫

নড়াইলে শেখ হাসিনা,ওবায়দুল কাদের ও মাশরাফীসহ ২৪ জনের নামে মামলা

মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। সমাবেশ চৌরাস্তা থেকে চিত্রা নদীর ওপর রাসেল সেতুর পূর্বপাড় পর্যন্ত বিস্তৃত ছিল।

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচির ওপর উপর গত ৪ আগস্ট হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা ও তার পিতা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ২৪ জনের নাম উল্লেখ করে একটি এজাহার জমা হয়েছে নড়াইল সদর থানায়। শনিবার (০৫ অক্টোবর ) রাতে নড়াইল সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র-জনতাকে রুখতে সাবেক প্রধান মন্ত্রীর নিদেশে মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। সমাবেশ চৌরাস্তা থেকে চিত্রা নদীর ওপর রাসেল সেতুর পূর্বপাড় পর্যন্ত বিস্তৃত ছিল। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও নিরীহ শান্তিকামী জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল।

রাসেল সেতুর কাছাকাছি পৌঁছতেই মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের ওপর শর্টগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করা হয়। বিস্ফোরণ ঘটানো হয় বোমার। বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট-পাটকেল। এতে বহু আন্দোলনকারী সহ বাদী গুরুতর আহত হন। তাদের অনেকেই এখনও চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ গত ৪ আগষ্টের ঘটনায় গত ১০ সেপ্টেম্বর নড়াইল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১০। শনিবার (৫ অক্টোবর) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে যে এজাহারটি দিয়েছেন এটি ১০ সেপ্টেম্বরের মামলার সাথে যুক্ত করে তদন্ত করা হবে। জমা দেয়া এজাহারে যারা নতুন আসামি হয়েছেন শূধুমাত্র তারাই পূর্বের মামলার সাথে যুক্ত হবেন। একই ঘটনায় একাধিক মামলা নেয়ার সুযোগ নেই।’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ওবায়দুল কাদের ও মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

প্রসঙ্গত, গত ৪ আগষ্টের ঘটনায় গত ১০ সেপ্টেম্বর নড়াইল থানায় নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা ও তার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ ৯০ জনের নাম উল্লেখ করে নড়াইল সদর থানায় একটি মামলা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »