29.1 C
Gopālganj
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

ব্রালেট না অ্যাকোয়ারিয়াম! উরফির বক্ষ জুড়ে খেলে বেড়াচ্ছে জীবন্ত মাছ

Bralette or aquarium! Live fish are playing across Urfi's chest

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

প্রতি সপ্তাহে নিত্যনতুন পোশাকে, ভাবনায় চমকে দেন অনুরাগীদের। আবারও নয়া লুকে ক্যামেরাবন্দি হলেন তিনি। সেই দেখেও চর্চা শুরু হয়েছে চারদিকে। এ বার কী কাণ্ড ঘটালেন উরফি জাভেদ?

কখনও তাঁর পরনে চিরুনি দিয়ে তৈরি পোশাক। কখনও আবার লজ্জা ঢাকেন খেলনা গাড়ি দিয়ে। অভিনব কায়দার পোশাকেই উরফি জাভেদকে দেখতে অভ্যস্ত দর্শক। তাঁর পোশাক নিয়ে বলিপাড়ায় চর্চারও শেষ নেই। পোশাকের কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন উরফি। খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। তবুও উরফি নাছোড়বান্দা!

পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার উৎসাহ বিন্দুমাত্র কমেনি তাঁর। বরং এমন সব জিনিস দিয়ে তিনি পোশাক বানিয়ে পরছেন যা কল্পনাও করতে পারেনি মানুষজন। কখনও সেই পোশাক প্রশংসা কুড়িয়েছে কখনও আবার পোশাকের কারণে কটূক্তি শুনেছেন উরফি। প্রতি সপ্তাহে নিত্যনতুন পোশাক, ভাবনায় চমকে দেন অনিরাগীদের। আবারও নয়া লুকে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে উরফি ভাগ করে নিয়েছেন তাঁর নয়া পোশাকের ঝলক, যা দেখে চনকে উঠেছেন নেটিজ়েনরা। অন্তর্বাস নয়, মাছভর্তি প্লাস্টিকের থলি দিয়েই ব্রালেট বানিয়ে ফেলেছেন উরফি। নীচে পরেছেন গোলাপি জিন্স। ভিডিয়োতে দেখা যাচ্ছে উরফির বক্ষ জুড়ে ঘুরে বেড়াচ্ছে কমলা রঙের ছোট ছোট অনেকগুলো মাছ। আর সেই ভাবেই ক্যামেরার সামনে কায়দার পোজ় দিচ্ছেন তিনি। অল্প মেকআপ, গোলাপি লিপস্টিক, চুলে দু’টি বিনুনি— উরফির ছিমছাম সাজ নজর কেড়েছে অনুরাগীদের।

ভিডিয়োর ক্যাপশনে উরফি লিখেছেন, ‘মছলি জল কি রানি হ্যায়’ অর্থাৎ মাছই জলেই রানি। এই ভিডিয়ো দেখে কেউ লিখেছেন, ‘‘এমনও পোশাক হতে পারে কল্পনাও করতে পারছি না।’’ অনেকে আবার এই পোশাক নিয়ে কটাক্ষও করেছেন। লিখেছেন, ‘‘মাছেদের প্রাণ নিয়ে এমন ছেলেখেলা করার কী মানে আছে, ওরা তো এ ভাবে মরে যাবে।’’

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »