20.5 C
Gopālganj
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

রাজস্থানের দুই ক্রিকেটারের ভূমিকা বদলে গেল কেন

Why the role of two cricketers from Rajasthan changed

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

এক জন আইপিএলের সর্বোচ্চ রানশিকারি। আর এক জন আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। দু’জনেই দুর্দান্ত ছন্দে রয়েছেন।

এক জন আইপিএলের সর্বোচ্চ রানশিকারি। আর এক জন আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। দু’জনেই দুর্দান্ত ছন্দে রয়েছেন। তবে আচমকাই ভূমিকা বদলে গেল জস বাটলার এবং যুজবেন্দ্র চহালের।

রাজস্থানের পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, হঠাৎ করেই স্পিনার হয়ে গিয়েছেন বাটলার। ব্যাটার হয়ে গিয়েছেন চহাল। কেন এমন করলেন তাঁরা?

বল হাতে বাটলার সফল না হলেও, ব্যাট হাতে চহাল কিন্তু চমকে দিলেন। বাটলারের একের পর এক বলে তিনি বাউন্ডারি মেরেছেন।

তাঁর নিজের দাবি, বাটলারের একটি ওভারে তিনি নাকি ৩০ রান নিয়েছেন! যদিও পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে।

রাজস্থান রয়্যালস প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। রবিবার লখনউ সুপার জায়ান্টসকে হারাতে পারলে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলবে তারা। তাদের ভাল খেলার পিছনে অবদান রয়েছে বাটলার এবং চহালের।

ব্যাট হাতে যে রকম শুরুটা ভাল করছেন বাটলার, তেমনই বল হাতে মাঝের দিকে ওভারগুলিতে বিপক্ষকে চাপে ফেলে দিচ্ছেন চহাল। রাজস্থান প্লে-অফে উঠলে বেগুনি এবং কমলা টুপি পাওয়ার ব্যাপারে এই দু’জন নিঃসন্দেহে এগিয়ে থাকবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »