বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় রোববার(৪ জানুয়ারী)গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত অনুর্ধ ১৫ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকের পক্ষে নেজারত ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দেব রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সমীর কুমার কুন্ডু।
প্রতিযোগিতায় টাইব্রেকারে শিপন ফুটবল ট্রেনিং সেন্টার মামুন ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় চারটি একাডেমীর মোট ৬০ জন খেলোয়ার অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা। এ সময় সাবেক ফুটবল খেলোয়াড় আব্দুল মান্নান মানি এবং অন্যান্য ক্রীড়া মোদী ব্যক্তিবর্গ ও দর্শক উপস্থিত ছিলেন।
