গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধসহ ২জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সদর উপজেলার তেঁতুলিয়ায় টোল প্লাজার সামনে ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তেঁতুলিয়া টোল প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মনি মোহন বিশ্বাস(৭০)। এসময় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ট্রলিতে ইট বোঝাই করে খায়রুল মোল্লা(২৭)চর গোবরা ইট ভাটা থেকে চর বাসুরিয়া যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে চালক রাস্তার খাদে ফেলে দিলে খায়রুল মোল্লা মারাত্মক আহত হন।পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।