গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম সিরাজ স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।
আজ বুধবার দুপুরে তাঁর আড়পাড়াস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আলোচনার পাশাপাশি বিগত আমলে গোপালগঞ্জের বেকার যুবকদের জন্য কোন কলকারখানা গড়ে না ওঠায় তিনি খেদ প্রকাশ করেন।আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে বেকার সমস্যার সমাধান সহ ব্যাপক উন্নয়নের আশ্বাস দেন।
তিনি বলেন, বিগত সময়ে তিনবার তিনি বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।এবারও তাকে দল মনোনয়ন দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।তাকে যদি এবার বিএনপি মনোনয়ন দেয় তাহলে তিনি বিজয় ছিনিয়ে আনতে পারবেন বলে মনে করেন।
পরে তিনি শহরের কেন্দ্রীয় কালিবাড়ি পূজামন্ডপ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আয়োজক ও ভক্তদের সাথে কথা বলেন।
এসময় বিএনপি নেতৃবৃন্দ এবং সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।