গোপালগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অর্জনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ রোববার বিকেলে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
সভায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অর্জনের জন্য নানা কর্মপরিকল্পনা নির্ধারন করা হয়।
সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ গোলাম কবির, সিভিল সার্জন মোঃ মাসুদ রানা, ডিডি পরিবার পরিকল্পনা বিভাগ, বিভিন্ন উপজেরা নির্বাহী কর্মকর্তাগন, বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাগন সহ ইউ,পি সচিবগন উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মত বিনিময় সভার আয়োজন করে।