36 C
Gopālganj
শুক্রবার, জুলাই ১১, ২০২৫

কোটালীপাড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রবল বর্ষণে জনজীবনকে স্থবির করে তুলেছে। একটানা বৃষ্টিপাতে উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কোথাও রাস্তা ভেঙে গর্ত, কোথাও ব্রিজের সংযোগ সড়ক ভেঙে গিয়ে পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে যান চলাচল।এতে নিত্যযাত্রীরা যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও কৃষকেরা।

সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে মাঝবাড়ি-মান্দ্রা সড়কের পূর্ব মাঝবাড়ি নতুন মসজিদ সংলগ্ন বেইলী ব্রিজে। ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ভেঙে পড়ে বর্তমানে একেবারে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করতেন। এখন সবাইকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও অর্থ দুই-ই বেশি খরচ করাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী দিদার দাড়িয়া বলেন, “বেইলী ব্রিজের সংযোগ সড়ক ভেঙে পড়ায় আমাদের ব্যবসা-বাণিজ্য এক প্রকার বন্ধের পথে। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে রোগী, বৃদ্ধ সকলেই বিপাকে পড়েছেন। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরো বাড়বে।”

কোটালীপাড়ার অন্যতম ব্যস্ততম সড়ক গোপালগঞ্জ-পয়সার হাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া জিরো পয়েন্ট অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এছাড়া মাঝবাড়ি-রাধাগঞ্জ সড়ক, ধারাবাশাইল-তরুর বাজার সড়ক ও কোটালীপাড়া-রাজৈর সড়ক সহ একাধিক সড়কেই ফাটল, গর্ত আর ভাঙনের কারণে যানবাহন চলাচল হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এইসব সড়কে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করে। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ইতিমধ্যেই কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

এবারের বর্ষায় টানা বৃষ্টিতে মাটির গঠন দুর্বল হয়ে গেছে। যার ফলে সড়ক গুলোর বিভিন্ন স্থানে ফাটল ও ধস নামছে। বৃষ্টির পানি জমে থাকায় ক্ষতি আরও ত্বরান্বিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় এ দুরবস্থা তৈরি হয়েছে।

সড়ক গুলোর এমন বেহাল অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছেন বিদ্যালয়গামী শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন।শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে গর্ত আর ফাটল পেরিয়ে স্কুল-কলেজে যাচ্ছেন। অন্যদিকে জরুরি চিকিৎসার জন্য রোগী নিয়ে হাসপাতাল যেতে সময় লাগছে আগের চেয়ে কয়েকগুণ বেশি।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ জানিয়েছেন, “প্রবল বর্ষণে সড়ক গুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকা পরিদর্শন করেছি। বিশেষ করে ব্রিজের সংযোগ সড়ক দ্রুত সংস্কারের জন্য স্থানীয় এলজিইডির প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।”

তবে স্থানীয়রা মনে করছেন, কেবল সাময়িক সংস্কারে নয়, স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই অবকাঠামো নির্মাণ জরুরি। প্রতিবছর বর্ষা এলেই কোটালীপাড়ার বিভিন্ন সড়ক ভেঙে যায় বা ধসে পড়ে। এতে জনদুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। তাই স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা একবাক্যে বলছেন, টেকসই ও মানসম্পন্ন সড়ক নির্মাণ করা অত্যান্ত জরুরী।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »