ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল, সমাবেশ ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
আজ শনিবার সন্ধ্যা ৭টায় গন অধিকার পরিষদের নেতা-কর্মিরা তাদের দলীয় কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মোড়ে গিয়ে শেষ করে এবং সেখানে টায়ারে আগুন ধরিয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।

মহাসড়ক অবরোধ করে এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আলামিন শেখ ও যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক ইব্রাহীম মোল্লা।
মিনিট পনের সড়ক অবরোধ শেষে তারা তাদের অবরোধ তুলে নেয়।