গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালন করা হয়েছে।দিনটি পালন উপলক্ষ্যে সদরের কারারগাতিতে সদর মডেল মসজিদ ও ইসলামিক স্ংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা, কোরান খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব মোঃ গোলাম কবির। প্রধান আলোচক হিসাবে আলোচনা অংশ নেন সুলতানশাহী কেকানিয়া মাদ্রাসার মোহতামিম আল্লামা নাসির আহমাদ।
এদিকে, শহরের স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন।
