গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে অভিযান চালিয়ে সরকারী জায়গা থেকে অবৈধ ৩৩টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দীর্ঘ বছর ধরে এই বাজার এলাকায় রাস্তার পাশে প্রভাবশালী একটি মহল অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন।
জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারের সরকারী জায়গার উপর অবৈধ স্থাপনা উঠিয়ে ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় ব্যবসায়ীরা।এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য তাদেরকে জানিয়ে দেয়া হয়।কিন্তু তারা তা সরিয়ে না নেওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পযর্ন্ত রাজপাট বাজারে সরকারী জায়গায় অভিযান চালানো হয়। এসময় ওই জাগয়া থেকে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি আরো জানান, এই ৩৩টি স্থাপনায় শতাধিক দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল স্থানীয় ব্যবসায়ীরা।