গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ রুপে রেল চলাচলের দাবীতে মানববন্ধন করেছে জেলাবাসী।
আজ শনিবার সকালে গোপালগঞ্জ রেল স্টেশনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলাবাসীর দীর্ঘ দিনের দাবী অন্ততঃ এক জোড়া ট্রেন এই রুটে চলাচল করলে জেলাবাসী সহ আশ-পাশের জেলার কয়েকটি উপজেলাবাসী যাতায়াতে সুবিধা পাবে।

ইতোপূর্বে গোপালগঞ্জের জেলা প্রশাসক এই রুটে ট্রেন চলাচলের জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।যমুনা টেলিভিশনও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচার করেছে।
এসময় বক্তব্য রাখেন, মাওলানা মোঃ ফাওজুল কবির, জামিল আহামেদ, লুৎফর রহমান মোল্লা, গোলাম রছুল প্রমূখ।
এখান থেকে ঢাকা রুটে রেল চলাচল করলে একদিকে যেমন জেলাবাসী উপকৃত হবে অন্যদিকে, রেলের জন্য এটি একটি লাভজনক রুট হবে বলে মনে করেন অভিজ্ঞমহল।