গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্রামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিস্কৃত নেতা অ্যাড. মোঃ হাবিবুর রহমান।

আজ বৃহস্পতিবার(২২ জানুয়ারী)সকাল ১১টার দিকে তিনি নির্বাচনী প্রচারনার প্রথম দিনে নিজের পক্ষের লোকজন নিয়ে প্রথমে আল্লামা শামসুল হক ফরিদপুরী ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করেন।

বঙ্গবন্ধুর সমাধির ৩নং গেট দিয়ে ভিতরে ঢুকে কবর জিয়ারত করতে চাইলেও পুলিশের বাঁধার মুখে গেটের পাশে দাড়িয়ে লোকজন নিয়ে তিনি কবর জিয়ারতের কাজটি করেন।
পরে তিনি টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, তার নিজ নির্বচনী এলাকায়(টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) টুঙ্গিপাড়ায় দুইজন মহামানব জন্মগ্রহন করেছেন এবং তারা টুঙ্গিপাড়ার মাটিতে শুয়ে আছেন।তিনি তাই তাদের কবর জিয়ারত করে তাঁর নির্বাচনী প্রচারনা শুরু করলেন।
