শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Bookmark
0
মূলপাতাপশ্চিমবঙ্গএবার চেহারাই বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের

এবার চেহারাই বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের

This time the look of Sealdah station is changing

হাওড়া স্টেশনের সব প্লাটফর্ম থেকেই ১২ বগির ট্রেন চললেও রাজ্যের অন্য বড় স্টেশন শিয়ালদহে সেই সুবিধা নেই। এ বার উদ্যোগ নিল রেল।

আর ৯ বগির ট্রেন নয়, শিয়ালদহ স্টেশনের সব প্লাটফর্ম থেকেই এ বার ১২ বগির ট্রেন ছাড়বে। রাতারাতি এই সুবিধা না মিললেও বছর তিনেকের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে পূর্ব রেল।

চেহারাই বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের, অনেকটা বাড়বে যাত্রীস্বাচ্ছন্দ্য, কাজ শুরু রেলের

ঠিক হয়েছে, ২০২৪-এর ৩১ মার্চের মধ্যে বদলে ফেলা হবে শিয়ালদহের চেহারা। যাত্রীদের স্বাচ্ছন্দ্য যেমন বাড়বে তেমনই ভিড় সামাল দেওয়ার কাজও রেলের পক্ষে সহজ হয়ে যাবে।

হাওড়া স্টেশনের সব প্লাটফর্ম থেকেই ১২ বগির ট্রেন চললেও রাজ্যের অন্য বড় স্টেশন শিয়ালদহে সেই সুবিধা নেই। এক নম্বর প্লাটফর্মে ১২ বগির ট্রেন দাঁড়ানোর জায়গা থাকলেও দুই থেকে পাঁচে সেই সুবিধা নেই।

কারণ, এই প্লাটফর্মগুলির দৈর্ঘ্য কম। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১২ কোটি টাকা খরচ করে এই চারটি প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। এর ফলে এখন যেখানে টিকিট কাউন্টার রয়েছে তা থাকবে না।

প্লাটফর্মগুলি লম্বায় বাড়ানো হবে ভিতরের দিকে। অর্থাৎ স্টেশনে ঢোকার প্রধান গেটটি বিদ্যাপতি সেতুর (শিয়ালদহ ফ্লাইওভার) অনেকটাই কাছাকাছি এসে যাবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ‘‘অনেক দিন ধরেই এই প্লাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনা ছিল। ইতিমধ্যেই অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। মাপজোকের কাজও শুরু হয়েছে। আশা করা হচ্ছে, বছর তিনেকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’’

শুধু প্লাটফর্মের দৈর্ঘ বাড়ানোই নয়, শিয়ালদহ স্টেশনের পাশেই তৈরি হবে একটি নতুন ভবন। এখন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)-এর যে দফতর রয়েছে সেটি পুরনো হয়ে যাওয়ায় নতুন একটি ভবন তৈরি করা হবে।

একলব্য জানিয়েছেন, ‘‘বর্তমান ভবনটি দেড়শো বছরের পুরনো। তার পরিবর্তে ২০২৫ সালের মধ্যে নতুন ভবন হবে। তবে পুরনো বাড়িটি ভাঙা হবে না। সংরক্ষণ করা হবে।’’

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

সরকারী বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যাপক মহেন্দ্র নাথ বিশ্বাস পরলোকে

গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মহেন্দ্র নাথ বিশ্বাস গত বুধবার(২৭ মার্চ) বিকেলে বার্দ্ধক্যজনিত কারনে ইহধাম ত্যাগ করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments