29.6 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

নির্বাচনী ইশতেহার তৈরিতে তৃণমূল নেতাদের মতামত চেয়েছে আ.লীগ

A.League has sought the opinion of Trinamool leaders in preparing the election manifesto

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরির জন্য জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখার নেতাদের কাছে মতামত চেয়েছে আওয়ামী লীগ। ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায়- এ সম্পর্কিত প্রতিবেদন ২ নভেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

গতকাল শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব স্বাক্ষরিত একটি চিঠি জেলা, মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগকে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘আপনি অবগত আছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটি গঠিত হয়েছে। এই কমিটি ইতোমধ্যে ইশতেহার প্রণয়ন কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরী করার লক্ষ্যে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের মতামত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

এ লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিটি উপজেলা কমিটি স্ব স্ব উপজেলায় সভা আহ্বান করে কৃষক, শ্রমিক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে- আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কাছে তাদের প্রত্যাশা কী এবং এ লক্ষ্যে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় বলে তারা মনে করেন, এ সম্পর্কিত প্রতিবেদন আগামী ২ নভেম্বরের মধ্যে ইশতেহার প্রণয়ন উপকমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।’

মতামত পাটানোর ঠিকানা : সদস্য সচিব, নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়, বাড়ি : ৫৩, সড়ক ৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা। ইমেইল : albidatabase@editor

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »