25.8 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের ৫ সতর্কবার্তা

India's 5 warnings about Bangladesh elections

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে ভারতের ভূমিকা এখন খোলামেলা এবং বেশ স্পষ্ট। অনেকেই মনে করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে মৌনতা অবলম্বন করছে তার পেছনে ভারতের একটা ভূমিকা রয়েছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দফায় দফায় বৈঠক করেছেন এবং বাংলাদেশের রাজনীতির বিষয়ে তাদেরকে ভারতের মনোভাব জানিয়েছেন।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যদিও ভারত দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে মনে করছে। তারপরও বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারত কতগুলো সুনির্দিষ্ট সতর্কবার্তা বাংলাদেশকে দিয়েছে। একাধিক কূটনৈতিক সূত্র বলছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এখন নমনীয় থাকলেও যেকোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো বাংলাদেশের ব্যাপারে আবার আগ্রাসী হতে পারে এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে।

কাজেই বাংলাদেশের আগামী নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন, সরকার এবং সংশ্লিষ্ট সকলকে কতগুলো সতর্কবার্তা মেনে চলতে হবে বলেই মনে করছেন ভারতের থিঙ্ক ট্যাঙ্করা। তা নাহলে এই নির্বাচন আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা সংকটে পড়তে পারে বলেও ভারত সতর্ক করে দিয়েছে।

বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারত যে পাঁচটি সতর্কবার্তা দিয়েছে তার মধ্যে রয়েছে;

১. নির্বাচনে কোন রকম কারচুপি করা যাবে না: নির্বাচনে যারাই অংশগ্রহণ করুক না কেন নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনে কোন কারচুপি করা, ভোট জালিয়াতি করা ইত্যাদি কোনভাবেই করা যাবে না। এ ব্যাপারে ভারত সুস্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে। বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং একাধিক নীতি নির্ধারকদের কাছে ভারতের এই বার্তা ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে ভারত বাংলাদেশকে বারবার সতর্ক করেছে বলেও বিভিন্ন সূত্র সতর্ক করছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

২. প্রশাসনের নিরপেক্ষতা: নির্বাচনে একটা বড় ভূমিকা রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন। তারা যেন কোন প্রার্থীর পক্ষ-বিপক্ষ বা কোন দলের পক্ষ-বিপক্ষে অবস্থান গ্রহণ না করে এ ব্যাপারে ভারত কড়া সতর্কবার্তা দিয়েছে। এ ধরনের অভিযোগ এলে তা বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে বলেও ভারত মনে করে। এ ব্যাপারে ভারতের সতর্কবার্তা বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

৩. নির্বাচন কমিশনের স্বাধীনতা: নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করা যাবে না। নির্বাচন কমিশন আইনের আওতায় যে ক্ষমতা ভোগ করে তা পরিপূর্ণভাবে প্রয়োগ করার স্বাধীনতা তাদেরকে দিতে হবে এমনটি মনে করেন ভারত। এ ব্যাপারে ভারত তাদের অবস্থান সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে।

৪. নির্বাচনে প্রচারণার সমান সুযোগ: নির্বাচনে যে রাজনৈতিক দল এবং যে সমস্ত প্রার্থীরা অংশগ্রহণ করুক না কেন, তাদেরকে প্রচারণার সমান সুযোগ দিতে হবে। কারণ নির্বাচন যদি লেভেল প্লেয়িং ফিল্ড এর মাধ্যমে না হয় তাহলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।

৫. বেশি সংখ্যক বিদেশি পর্যবেক্ষক: ভারত বাংলাদেশকে পরামর্শ দিয়েছে নির্বাচনে যত বেশি বিদেশি পর্যবেক্ষক আনা যায় তা নির্বাচনের জন্য ভালো। বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচন সম্পর্কে বিদেশিদের ধারণাকে পরিষ্কার করবে এবং নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ রহিত করবে।

এই সমস্ত সতর্কবার্তাগুলো বাংলাদেশ যেন আগামী নির্বাচনের সময় বারবার লক্ষ্য রাখে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »