30.9 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

নৌকার প্রার্থী মুক্তিকে বরন করে নিলেন হিন্দু সম্প্রদায়ের শত শত নারী

আপনারা আগামী ৭জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য আহবান জানান তিনি।

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

প্রচার-প্রচারনায় জমজমাট নড়াইল-১ আসনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কান্ডারি হিসাবে পরিচিত জনপ্রিয় আওয়ামী লীগ নেতা নৌকা প্রতীকের প্রার্থী বি.এম কবিরুল হক মুক্তি এমপিকে বরন করে নিলেন কলাবাড়িয়া ইউনিয়নের কন্দোর গ্রামের বাসিন্দারা। নির্বাচনী প্রচারে মঙ্গলবার বিকালে কন্দোর গ্রামে পৌছালে কবিরুল হক মুক্তিকে হিন্দু সম্প্রদায়ের শত শত নারী বরণ ডাল নিয়ে ফুল ছিটিয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেয়।

Untitled design(4)

এ সময় কবিরুল হক মুক্তি বলেন, আমি আপনাদেরই সন্তান। বিগত দিনে যেমন আপনারা আমাকে ভালোবেসে নৌকায় ভোট দিয়েছেন। এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আপনারা আগামী ৭জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য আহবান জানান তিনি।

Untitled design(3)

কবিরুল হক মুক্তি মঙ্গলবার দিনভর কলাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ ও পথসভা করেন। এসময় উপস্থিত ছিলেন কলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েস সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ আসনে নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান এমপি বি এম কবিরুল হক মুক্তির সাথে নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি,তৃণমূল বিএনপি’,জাতীয় পার্টি-জেপি’র প্রাথী। এ আসনে কবিরুল হক মুক্তির স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল পাখি) প্রতীক পেলেও তিনি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কালিয়ায় এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ আসনে তার আর শক্ত কোনো প্রতিদ্ব›িদ্ব প্রার্থী নেই।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »