26.5 C
Gopālganj
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিপুল ভোটে পর পর ৪ বার নির্বচিত কবিরুল হক মুক্তি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বি.এম. কবিরুল হক মুক্তি বিপূল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২০৫ ভোট।

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিপুল ভোটে পর পর ৪ বার নির্বচিত নড়াইল-১ আসনের এমপি জননেতা কবিরুল হক মুক্তি। আজ বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন নড়াইল-১ আসনের আওয়ামী লীগের পর পর ৪ বার নির্বচিত সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বি.এম. কবিরুল হক মুক্তি বিপূল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির মো: মিল্টন মোল্যা (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৩হাজার ৭৫৪ ভোট।

এ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো: নজরুল ইসলাম (হাতুড়ী প্রতীক) পেয়েছেন ২হাজার ১৯৭ ভোট, জাতীয় পার্টির (জেপি) শামিম আরা পারভীন ইয়াসমীন (বাইসাইকেল প্রতীক) ৫১৩ ভোট, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী (সোনালী আঁশ প্রতীক) ৫৬৩ ভোট , স্বতন্ত্র প্রার্থী সিকদার মো: শাহাদাত হোসেন (মাথাল প্রতীক) ১হাজার ৩১ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ইগল প্রতীক) ৮৮১ ভোট পেয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »